বাড়ির পোষ্যরা ভয়ে অভিমানে কুঁকড়ে থাকে, পাখিরা ভয় পেয়ে হারিয়ে যায়। এ কেমন উৎসব, যেখানে প্রকৃতির সুর হারিয়ে যায় শব্দের তাণ্ডবে, শিশুদের কল-কাকলি ঢাকা পড়ে শব্দাসুরের দাপটে? কেন শব্দবাজি ও আতশবাজি প্রাণ প্রজাতির পক্ষে বিষময়? মনে রাখতে হবে, বাসযোগ্য একটাই পৃথিবী আছে, যে পৃথিবী দিনদিন কলুষিত, বিষাক্ত ও দূষিত হয়ে উঠছে।
by সন্তোষ সেন/ বঙ্কিম দত্ত | 01 January, 1970 | 204 | Tags : Diwali Fire Crackers DJ Box Sound Pollution